যুক্তরাষ্ট্রের সব নাগরিককে মাস্ক পরতে বলেছে সিডিসি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২০ , ৯:১৯ অপরাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র
দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন করোনার বিস্তার রোধে সকল নাগরিককে মাস্ক পরার আহ্বান জানিয়েছে।
সিডিসি’র পরিচালক রবার্ট রেডফিল্ড এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক অন্যতম শক্তিশালী অস্ত্র, বিশেষ করে যখন এটি কোন কমিউনিটিতে সকলে ব্যবহার করে। সকল যুক্তরাষ্ট্রের নাগরিকের নিজেদের, তাদের পরিবার এবং তাদের কমিউনিটিকে রক্ষার দায়িত্ব রয়েছে। মেরিল্যান্ডের একটি হাসপাতাল পরিদর্শন করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো জনসম্মুখে মাস্ক পরার কয়েকদিন পর সিডিসি এমন আহ্বান জানাল। খবর বাসসের।
মাস্ক পরতে জনগণকে পরামর্শ দিতে অনাগ্রহের জন্য কয়েক মাস ধরে ট্রাম্প ও তার প্রশাসনের কিছু সিনিয়র কর্মকর্তার সমালোচনা করা হচ্ছিল। হিল-হ্যারিস-এর নতুন জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৪ শতাংশ ভোটার জানিয়েছে, করোনার আরো ছড়িয়ে পড়া রোধে ট্রাম্প মাস্ক পরার উদাহরণ সৃষ্টি না করায় জনগণ সম্ভবত কম মাস্ক পরছিল।