আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় করোনায় আরো ৩ চিকিৎসকের মৃত্যু

করোনায় আরো ৩ চিকিৎসকের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২০ , ২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে আরও তিন চিকিৎসক মারা গেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তারা হলেন, প্রফেসর ডা. আবুল হোসেন খান চৌধুরী, ডা. এ এস এম নুরদ্দিন রুমি ও ডা. কোহেল করিম।

শনিবার সকাল সাড়ে ১০ টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. আবুল হোসেন খান চৌধুরী মারা যান।

শুক্রবার দিবাগত রাত ২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ডা. এ এস এম নুরদ্দিন রুমি মারা যান। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিল।  ডা. এ এস এম নুরদ্দিন রুমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাক্তন সার্জারি কনসালটেন্ট ছিলেন।

অপরদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২ তম ব্যাচের ছাত্র, ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. কোহেল করিম শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।