৫ আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনা করবেন মোদি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২০ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা করবেন। শনিবার রাম জন্মভূমি ট্রাস্ট, যারা ওই মন্দির তৈরি করার দায়িত্ব পেয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল উত্তর প্রদেশের অযোধ্যায়। সেখানে তারা ঠিক করেন, আগস্ট মাসেই গোড়াতেই ভূমি পূজা সেরে ফেলা হবে। এর আগে শিবের পুজো করে মন্দিরের কাজ শুরু করার সূচনা হয়েছিল। এবার ভূমি পূজার জন্য মন্দির নির্মাতা পরিষদ প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন।
বৈঠক শেষে পরিষদের সভাপতি নিত্য গোপাল দাস জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীকে দুটি বিকল্প দিন সুপারিশ করেছেন, এই দুটো দিনই শুভ দিন। এর মধ্যে প্রধানমন্ত্রী যে কোনো একটি দিন বেছে নিতে পারেন। তবে তার কিছুক্ষণের মধ্যেই জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ৫ই আগস্ট যাবেন বলে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। সূত্র: ভয়েস অফ আমেরিকা।