ভারী বর্ষণ আরও ৪৮ ঘণ্টা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৪৮ ঘণ্টা ভারী বর্ষণ হতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত কয়েক মাসের তুলনায় জুলাই মাসে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এই বাড়তি বৃষ্টির কারণে মে-জুন মাসে প্রায় সব ফসলেরই বাম্পার ফলন হয়েছে। কিন্তু জুলাই মাসের বাড়তি বৃষ্টি বন্যা, জলাবদ্ধতা এবং মাঠে থাকা সবজিসহ অন্যান্য ফসলের জন্য বিপদ ডেকে এনেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ু ভারতের গুজরাট থেকে আশপাশের এলাকায় বিস্তৃত হয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরের মৌসুমি বায়ুও বেশ শক্তিশালী অবস্থায় আছে। এ কারণে এবারের বৃষ্টি ও বন্যাটা প্রকোপ একটু বেশি হবে।
এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, যমুনা ও পদ্মা অববাহিকায় পানি দ্রুত বাড়তে পারে। এতে নদীতীরবর্তী ২০টি জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।