যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভ চলাকালে গুলিতে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এছাড়া এদিন সিয়াটলসহ আরও কয়েকটি শহরেও বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ৫০ আন্দোলকারীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শনিবার রাতে টেক্সাসের অস্টিনে জড়ো হন বিক্ষোভকারীরা। ‘হাত মুষ্টিবদ্ধ কর! চালাও লড়াই!’ এমন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিক্ষোভের সে দৃশ্য ফেসবুকে লাইভ করা হচ্ছিল। সেখানে ধারণকৃত ফুটেজ থেকে দেখা যায়, বিক্ষোভ চলার সময় হঠাৎ করেই কয়েকটি গুলির শব্দ।
অস্টিন পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা বিভাগ টুইটারে জানিয়েছে, ওই গুলি ছোড়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে ২ মাস ধরে বিক্ষোভ চলছে। ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর এ বিক্ষোভ শুরু হয়।