অবশেষে দৌলতদিয়া ঘাটের ৪টি পল্টুনই সচল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২০ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের ৪টি পল্টুনই চালু করতে সক্ষম হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার ভোর রাত থেকে সবগুলো পল্টুনই সচল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার ঘাটের ৪টি পল্টুনের মধ্যে ৩ নং পল্টুনের সংযোগ সড়কে পানি উঠে গেলে সেখানে গো-খাদ্যবাহী একটি ট্রাক উল্টে গেলে বন্ধ হয়ে যায় ঘাটটি। অপরদিকে ৬ নং পল্টুনের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেলে ঘাট কর্তপক্ষ দুর্ঘটনা এড়াতে তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। দুটি ঘাট বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন কোরবানি ঈদের গরুবাহী ট্রাক চালক ও ব্যবসায়ীরা। সেই সাথে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধির কারণে গত কয়েক দিন ধরেই চরম বিপর্যস্ত দেশের এই গুরুত্বপূর্ণ নৌরুটটি। ঘাটের সার্বিক এই পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার দুপুরে পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
ঘাট পরিদর্শনে এসে তিনি ঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ২৪ ঘণ্টার মধ্যে সাময়িক বন্ধ থাকা ঘাট সংস্কার করে তা সচল করার নির্দেশ দেন সংশ্লিষ্টদেরকে। চেয়ারম্যানের নির্দেশের পরই আজ তা সচল হলো।