আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ৯৯৯ এ ফোন, যাত্রীদের থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত

৯৯৯ এ ফোন, যাত্রীদের থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২০ , ১২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বগুড়া প্রতিনিধি : বগুড়া-রাজশাহী মহাসড়কে চলাচলরত যাত্রীদের কাছ থেকে ঈদের অজুহাতে নেওয়া বাড়তি ভাড়া ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে বাস কর্তৃপক্ষ।

রোববার জেরার নন্দীগ্রাম থানার ওসি শওকত কবিরের নির্দেশে বগুড়া-রাজশাহী সড়কে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা বাস কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নিয়ে দেন এসআই ফারুক হোসেন। এছারাও যাত্রাপথে সাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

ওসি শওকত কবির জানান, একজন যাত্রী বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি ৯৯৯ এ ফোন করে অভিযোগ করেছিলেন। বগুড়া থেকে রাজশাহীর স্বাভাবিক ভাড়া ১৫০ টাকা, কিন্তু নেওয়া হচ্ছিল ৩০০ টাকা। অভিযোগ পেয়ে পুলিশ পদক্ষেপ নেয়।