আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গীতিকবি নীহার আহমেদের জন্মদিন এবং…

গীতিকবি নীহার আহমেদের জন্মদিন এবং…


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২০ , ১২:৪০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : গীতিকবি। যিনি গান লেখেন। তবে শ্রোতারা যেকোন গানের শিল্পীকেই সাধারণত চিনে থাকেন। কিন্তু একটা গানের পেছনে যারা কাজ করেন তাদের খুব কমই চেনেন। বিশেষ করে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালককে। একটা গানকে হৃদয়গ্রাহী করে তুলতে তাদের কম অবদান থাকেনা। তেমনি একজন গানের পেছনের মানুষ নীহার আহমেদ। যার লেখা গান রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এ্যান্ড্রু কিশোর, আশরাফ উদাস, আসিফ আকবর, এস ডি রুবেল, মনির খান, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, কণা, বেলাল খানসহ দেশের জনপ্রিয় বেশিরভাগ শিল্পীই গেয়েছেন। বাদ যাননি; নতুন প্রজন্মের শিল্পীরাও। সমসাময়িক যে ক’জন গীতিকবি ভালো কথামালা দিয়ে পছন্দের তালিকায় রয়েছেন, তাদেরই একজন হলেন নীহার আহমেদ। আজ তার জন্মদিন। তবে জন্মদিন উপলক্ষে তেমন কোন উৎসব নেই। দিনটি পরিবারের সাথেই কাটাবেন নীহার। এমনটাই জানালেন তিনি। বললেন, জন্মদিনে তেমন কোন প্রস্তুতি কিংবা কোন উৎসব নেই। দিনটি স্বাভাবিক দিনের মতোই পরিবারের সাথে কাটছে। একটাই প্রর্থনা -আমি যেন আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি সে জন্য দোয়া করবেন।