আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফের মা হচ্ছেন কারিনা

ফের মা হচ্ছেন কারিনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২০ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। বুধবার সাইফের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনের দিনই এই শুভ সংবাদ জানান সাইফ-কারিনা।এক বিবৃতিতে তারা জানান, ‘আমরা খুব উৎসাহের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে-তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য’।

বেশ কিছুদিন ধরেই সাইফ-কারিনার দ্বিতীয় সন্তান আসার খবর ভাসছিল মিডিয়ায়। কিছু দিন আগে ছেলে তৈমুরকে নিয়ে তারা গিয়েছিলেন মেরিন ড্রাইভে। সেখানে কারিনার ঢিলেঢালা পোশাক নজর এড়ায়নি পাপারাৎজিদের। বেবি-বাম্পের জন্যই হয়তো ঢিলে পোশাক পরতে শুরু করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘তাশান’ সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ হয়েছিল সাইফ আলী খান ও কারিনা কাপুরের। কিছুকাল একসঙ্গে কাটানোর পর ২০১২ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়।

এদিকে, কারিনা কাপুরকে আগামীতে দেখা যাবে আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’য়। এটি টম হ্যাঙ্কসের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল বলিউড রিমেক।