সুশান্তের মৃত্যু: ফাঁসছেন যেসব তারকা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২০ , ১:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে একের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময় শুক্রবার মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিয়া বলিউডের যে ২৫ জন তারকার নাম উল্লেখ করেন তাদের মধ্যে সাইফকন্যা সারা আলী খানের নামও সামনে চলে আসছে। আরও দুই অভিনেত্রী- রাকুল প্রীত ও সিমন খামবাট্টার নামও আসছে সামনে।
টাইমস নাউয়ের খবরে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে রিয়া দাবি করেন, বলিউডের ৮০ শতাংশই মাদকাসক্ত। অনেক বড় বড় নাম এই নেশার জালে আটকে আছে। যে ২৫ জন তারকার নাম তিনি উল্লেখ করেছেন, শিগগিরই তাদের শমন পাঠাবে এনসিবি।
এনসিবির জেরায় রিয়া চক্রবর্তী জানান, ২০১৬ সালে ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। অভিনেত্রীর দাবি, তিনি, সুশান্ত এবং সারা একসঙ্গে আড্ডা দেওয়ার সময় মাদক নিতেন। এনসিবি এই তালিকায় উঠে আসা তারকাদের এ, বি এবং সি ক্যাটেগরিতে ভাগ করে তদন্ত চালাবে বলে জানা যাচ্ছে। অভিনেতা ছাড়াও অনেক প্রযোজক, পরিচালক, কাস্টিং ডিরেক্টরদের নাম উল্লেখ করেন রিয়া।
এদিকে সুশান্তের টিমের সাবেক সদস্য স্যামুয়েল হাওকিপ মুখ খুলছিলেন সারা এবং সুশান্তের সম্পর্ক নিয়ে। তারপর এই জুটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন অভিনেতার ফার্ম হাউজের রক্ষী। তিনি জানান, সুশান্তের সঙ্গে প্রায়ই সারা তার ফার্ম হাউজে আসতেন সময় কাটাতে। সুশান্ত নাকি তাকে প্রপোজ করার কথা ভেবেছিলেন গত ফেব্রুয়ারিতেই।
তবে সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি সারা। অভিনেতার মৃত্যুর পর শুধু একটি ইনস্টগ্রাম পোস্ট করেছিলেন তিনি। অঙ্কিতা বা কৃতির মতো নিজের আবেগ তুলে ধরেননি সোশ্যাল মিডিয়ায়।
এদিকে সুশান্তের টিমের সাবেক সদস্য স্যামুয়েল হাওকিপ মুখ খুলছিলেন সারা এবং সুশান্তের সম্পর্ক নিয়ে। তারপর এই জুটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন অভিনেতার ফার্ম হাউজের রক্ষী। তিনি জানান, সুশান্তের সঙ্গে প্রায়ই সারা তার ফার্ম হাউজে আসতেন সময় কাটাতে। সুশান্ত নাকি তাকে প্রপোজ করার কথা ভেবেছিলেন গত ফেব্রুয়ারিতেই।
তবে সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি সারা। অভিনেতার মৃত্যুর পর শুধু একটি ইনস্টগ্রাম পোস্ট করেছিলেন তিনি। অঙ্কিতা বা কৃতির মতো নিজের আবেগ তুলে ধরেননি সোশ্যাল মিডিয়ায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক সংশ্লিষ্টতা উঠে আসার পর থেকেই একে একে হাটে হাঁড়ি ভাঙছে এনসিবি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মুস্বাই ও গোয়ার অন্তত সাতটি অবস্থানে অভিযান চালিয়েছে এনসিবি। এদিনেই সুশান্তের মামলা বিষয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণের জন্য উচ্চস্তরের একটি সভা বসবে এনসিবি মুম্বাই অফিসে।