আইসোলেশন থেকে অনুশীলনে ৮ টাইগার ক্রিকেটার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২০ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : হঠাৎ করেই নড়েচড়ে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। কয়েকজন ক্রিকেটারের করোনা উপসর্গে বাড়তি সতর্কতায় ১০ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়। সেই তালিকার ৮ ক্রিকেটার ফের ফিরেছেন অনুশীলনে। তবে আইসোলেশনেই রয়েছেন ইবাদত হোসেন। দলীয় অনুশীলনে যোগ দিতে পারেননি এই পেসার। একা একাডেমি মাঠে বুধবার অনুশীলন করেছেন তিনি।
এর আগে করোনা পরীক্ষা দুই-একজন ক্রিকেটারের উপসর্গ দেখা দেওয়ায় ১০ ক্রিকেটারকে আলাদা করে ফেলেছিল বিসিবি। ২০ সেপ্টেম্বর আইসোলেশনে যাওয়াদের মধ্যে বুধবার দলীয় অনুশীলনে ফিরেছেন- মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন। করোনা নেগেটিভ হলেও যোগ দেননি তরুণ ওপেনার সাইফ হাসান।
এ মাসেরই শেষে ৩ টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে মিরপুরে জৈব সুরক্ষিত বলয়ে চলছে তামিম ইকবালদের অনুশীলন। যদিও স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের সবাইকে এক সঙ্গে অনুশীলনে পাননি হেড কোচ রাসেল ডমিঙ্গো। এরমধ্য আবু জায়েদের করোনা পজিটিভ হওয়ার দুঃসংবাদ মিলেছে। বিসিবি’র চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই পেসার।