আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দলে মুশফিক- স্বস্তিতে তৌহিদ হৃদয়

দলে মুশফিক- স্বস্তিতে তৌহিদ হৃদয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২০ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বিশ্বজয়ী দলের সদস্য তিনি। সাফল্য আদায়ের কৌশলটা বেশ জানা আছে তার। সেই তৌহিদ হৃদয় এখন বড়দের সঙ্গে তাল মিলিয়ে লড়ে যাচ্ছেন। যুব ক্রিকেটে বিশ্বজয়ী খেলছেন বিসিবি প্রেসিডেন্ট’স কাপে। এরমধ্যে প্রথম ম্যাচেই নিজেকে চিনিয়েছেন হৃদয়। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে শান্ত একাদশের জয়ের নায়ক। তার ফিফটি দল পেয়েছে মনে রাখার মতো জয়। ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান। বৃহস্পতিবার তামিম ইকালের দলের বিপক্ষে মাঠে নামার আগে প্রত্যয়ী তৌহিদ হৃদয়। জানাচ্ছিলেন, ‘আমি যেখানেই খেলি না কেন, কঠিন বোলারদের মুখোমুখি হতে চাই। সবসময় ভালো মানের বোলারকে মোকাবেলা করতে চাই, ওদের বিপক্ষে রান পেলে আত্মবিশ্বাস পাওয়া যায়।’ অবশ্য দলে মুশফিকুর রহিম থাকায় বেশ স্বস্তিতে হৃদয়। তাকে ব্যাটিংয়ের স্তম্ভ ভাবছেন তিনি। বলছিলেন, ‘আমাদের দলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আর ভালো ব্যাটসম্যান মুশফিক ভাই রয়েছেন। উনি বাংলাদেশের ডিপেন্ডেবল খ্যাত, উনি দলে থাকা মানে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়।’ যদিও রানে নেই মুশি। তবে তৌহিদের বিশ্বাস এই অভিজ্ঞ ক্রিকেটার দ্রুত রানে ফিরবেন। জানাচ্ছিলেন, ‘আশা করি মুশফিক ভাই তাড়াতাড়ি ভালো ইনিংস খেলবেন। উনাকে নিয়ে বলার কিছু নেই। বড় প্লেয়ার। বড় ম্যাচেই রান করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করবো আমরাও।’
যদিও জানেন, বৃহস্পতিবারের ম্যাচটা কঠিন হবে। মিরপুরের শেরেবাংলায় লড়াইয়ের আগে জানালেন, ‘টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে। তামিম ভাইদের সঙ্গে আমাদের খেলা। তারা অনেক কঠিন দল, মুস্তাফিজ ভাই আছেন, অনেক ভালো ভালো বোলার আছেন।’ তারপরও নিজেদের সেরাটা দিয়ে দলকে এনে দিতে চান আরেকটি জয়!