আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// দুর্ঘটনায় তেলের ট্রেন, চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনায় তেলের ট্রেন, চলছে উদ্ধারকাজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২১ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে। দুর্ঘটনার পর রাতে উদ্ধারকাজের ছোটখাটো কাজগুলো সারে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল থেকে জোরেশোরে শুরু হয়েছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী দল রওয়ানা দিয়েছে বলে জানিয়েছিলেন সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম।

ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংগ্রহ করছেন স্থানীয়রা

দুর্ঘটনা পর আশপাশের অনেক পুকুর-জলাশয়ে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। তবে আর অগ্নিকাণ্ডের সম্ভাবনা নেই। যে পরিমাণ জ্বালানি ছড়িয়ে গিয়েছিল তা স্থানীয় সাধারণ মানুষ নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জ্বালানির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি রেল কর্তৃপক্ষ।