‘পরাজয়টা অপ্রত্যাশিত, অবিশ্বাস্য’
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২১ , ১২:০৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় ৩ উইকেটে। চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের টার্গেট দিয়েও হেরে যাওয়াকে অবিশ্বাস্য বলছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শেষে মুমিনুল বলেন, কাইল মেয়ার্স ও এনকেরুমা বোনার সত্যিই ভালো ব্যাট করেছে। আমরা তেমন একটা সুযোগ তৈরি করতে পারিনি। আমাদের বোলাররা ঠিক জায়গায় তেমন বল করতে পারেনি। কৃতিত্ব বোনার ও মেয়ার্সের। বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, টেস্টের শেষদিন উইকেট যদি স্পিনারদের আরেকটু সহায়তা করত, তাহলে হয়তো আমরা আরও বেশি সুযোগ তৈরি করতে পারতাম। তারপরও যে কটা সুযোগ পেয়েছি, তা কাজে লাগাতে পারিনি। পারলে মোমেন্টাম বদলে যেত। এই উইকেটে কেউ সেট হয়ে গেলে আউট করা কঠিন। হারটা অবশ্যই অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। তবে ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়।
মুমিনুল আরও বলেন, আমরা চট্টগ্রাম টেস্ট হারলেও বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিংটা হয়েছে একটা টিমের মতো। প্রথম চারদিন আধিপত্য ছিল আমাদের।