আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার ‘পাখি’

কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার ‘পাখি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২১ , ২:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আবারও কটাক্ষের শিকার হলেন টলিপাড়ার অভিনেত্রী মধুমিতা সরকার। যদিও তাকে সবাই ‘পাখি’ নামেই চেনেন সবাই। ফেসবুকে সম্প্রতি নিজের কিছু ছবি পোস্ট করেন মধুমিতা। এর মধ্যে একটি ছবি তিনি তুলেছিলেন টপ অ্যাঙ্গেল থেকে। পরনে ছিল হাতকাটা, ডিপ নেক টপ। আর গলায় সরু স্কার্ফ। তাতেই সুস্পষ্ট হয়ে উঠেছিল বক্ষ বিভাজিকা।

মধুমিতার এই পোস্টেই কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। কেউ লেখেন, “এই ছবির জন্য পেইজ আনলাইক দিলাম। দিনেদুপুরে ভয় পেয়ে গেছি।” কেউ আবার শালীনতার সীমা ছাড়িয়ে লেখেন, “নদীর গভীরতা অনেক বড়, জনি ভাইয়ের সাহায়্য প্রয়োজন।” এমনই প্রতিক্রিয়া ভরে গিয়েছে কমেন্ট বক্স।

নায়িকাদের পোস্টে কুরুচিকর মন্তব্য এই প্রথম নয়। কেউ এড়িয়ে যেতে পছন্দ করেন, কেউ আবার মোক্ষম জবাব দেন। কিছুদিন আগে শ্রীলেখা মিত্র লিখেছিলেন, “আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে।” নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ নিয়ে ট্রল হওয়ার পর জবাব দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।