আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিজয় মামুনের কণ্ঠে অনুরূপ আইচের গান

বিজয় মামুনের কণ্ঠে অনুরূপ আইচের গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২১ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : এ সময়ের পরিচিত গায়ক বিজয় মামুনের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন একটি রোমান্টিক গান। গানের শিরোনাম ‘ভালোবেসে লাভ নেই’। শিল্পী নিজেই এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। দেশ নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচ এর লেখা নতুন এই গান প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেল থেকে।

এ প্রসঙ্গে বিজয় মামুন বলেন, জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের গান করার খুব ইচ্ছে ছিল আমার। সেই স্বপ্ন পূরণ হলো। এই গান প্রকাশের পর থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। আশাকরি, এই গান যে একবার শুনবেন তার মনে এটা একটা ভালো গান হিসেবে জায়গা পাবে।

অন্যদিকে অনুরূপ আইচ বলেন, দীর্ঘ এক যুগ ধরেই বিজয় মামুন ভালো গান করেন। এতদিন তার গান আমি করবো করবো করে, করা হয়নি। এবার সুযোগ পেয়ে করে ফেললাম ‘ভালোবেসে লাভ নেই’ গানটি।