মিরাজ-লিটনের দৃঢ়তায় ফলোঅন এড়ালো বাংলাদেশ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২১ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস জুটিতে ফলোঅন এড়াতে পেরেছে বালাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন হাফ সেঞ্চুরি পার করে ৫৩ ও ও মিরাজ ৩৮ রানে অপরাজিত আছেন।
এর আগে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফিরে যান মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৫৪ রানে রাকিম কর্নওয়ালের বলে মায়ার্সের হাতে ক্যাচ দেন তিনি। এদিন ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি পান মুশফিক। তার আউটের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৬২ রান। মুশফিকের মতোই রাকিম কর্নওয়ালের বলে ১৫ রান করে আউট হন মোহম্মদ মিথুন।
দ্বিতীয় দিনের শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই গ্যাব্রিয়েলের শিকারে পরিণত হন ওপেনার সৌম্য সরকার। চার বল খেলে রানের খাতা না খুলে মিড উইকেটে কাইল মায়ার্সকে ক্যাচ দেন সৌম্য। গ্যাব্রিয়েল তার দ্বিতীয় ওভারে শিকার করেন শান্তকে। ২ বল খেলে ৪ রান করে গালিতে এনক্রুমাহ বোনারের ক্যাচ হন বাংলাদেশি ব্যাটসম্যান। এরপর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। তামিম ইকবালের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তিনি। কিন্তু ৩৯ বলে ২১ রান করে রাকিম কর্নওয়ালের বলে ডা সিলভার হাতে ক্যাচ দেন তিনি। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। দলীয় ৪১ রানে ব্যক্তিগত ৪৪ রান করে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। আলহারি জোসেফের বলে শেইন মোসলের হাতে ক্যাচ তুলে দেন তামিম। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ও মোহম্মদ মিথুন কোনো মতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।