পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের চিতল মাছ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার প্রবহমান পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। মাছটি ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। সোমবার ভোরে দৌলতদিয়া বেপারিপাড়া এলাকার পদ্মা নদী থেকে আলামিন হালদারের জালে চিতল মাছটি ধরা পড়ে। মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে এসে ভিড় করেন। পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে বাবু সরদারের আড়তে মাছটি বিক্রির উদ্দেশে আনলে ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এক হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি আমি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় ক্রয় করি। এখন মাছটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করব বলে বড় ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পদ্মা ও যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।