আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দেশের হয়ে খেলতে ভারত গেলেন রফিক-সুজনরা

দেশের হয়ে খেলতে ভারত গেলেন রফিক-সুজনরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২১ , ২:২৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : দীর্ঘদিন পর একসঙ্গে খেলতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের। আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য ‘রোড সেফটি ওয়ার্ল্ড ক্রিকেট’ সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের জার্সিতে খেলবেন মোহাম্মদ রফিক-খালেদ মাহমুদ সুজনরা। ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কিংবদন্তি ক্রিকেটাররা।
গত বছর শুরু হয়েছিল এই টুর্নামেন্টের প্রথম আসর। কিন্তু চার ম্যাচ আয়োজন করার পর করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটি।
বাংলাদেশ ও স্বাগতিক ভারতসহ মোট ছয় দলের অংশগ্রহণে আয়োজিত হবে এবারের আসর। বাকি চার দল হলো- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে করোনার কারণে খেলবে না অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টটিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রফিক। ভারতের নেতৃত্বে থাকবেন শচীন টেন্ডুলকার, ইংল্যান্ডকে কেভিন পিটারসেন, ওয়েস্ট ইন্ডিজকে ব্রায়ান লারা, শ্রীলংকাকে মুত্তিয়া মুরালিধরন এবং দক্ষিণ আফ্রিকাকে হার্শেল গিবস নেতৃত্ব দেবেন।
আগামী ৫ই মার্চ ভারত লিজেন্ডসের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ডদের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সাবেকদের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। ৬৫ হাজার দর্শক একসঙ্গে মাঠে বসে সবকটি খেলা দেখতে পারবে। প্রতিটি ম্যাচের ভেন্যু ভারতের রায়পুর স্টেডিয়াম।
বাংলাদেশ লিজেন্ডস: মোহাম্মদ রফিক (অধিনায়ক), জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহীম বাবু, মোহাম্মদ শফিক, আলমগীর কবির।
ভারত লিজেন্ডস: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), বীরেন্দর শেওয়াগ, যুবরাজ সিং, জহির খান, মোহাম্মদ কাইফ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, মানপ্রীত গণি, নমার ওঝা ও প্রজ্ঞান ওঝা।
ইংল্যান্ড লিজেন্ডস: কেভিন পিটারসেন (অধিনায়ক), ওয়াইজ শাহ, মন্টি পানেমার, নিক কম্পটন, ক্রিস ট্রেমলেট, কবির আলী, সাজিদ মাহমুদ, ফিল মাস্টার্ড, ক্রিস স্কোফিল্ড, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, রায়ান সাইডবটম, উসমান আফজাল, ইয়াথু হোগার্ড ও জেমস টিনডাল।
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস: ব্রায়ান লারা (অধিনায়ক), দাঞ্জা হায়াত, ড্যারেন গঙ্গা, রেনফোর্ড পিনোক, রিকার্ডো পাওয়েল, শিবনারায়ণ চন্দরপল, অ্যাডাম স্যানফোর্ড, দিনানাথ রামনারাইন, পেড্রো কলিন্স, স্যামুয়েল বদ্রি, সুলেবাম বেন, টিনো বেস্ট, কালর্র হুপার, রিডলি জ্যাকবস।
দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস: হার্শেল গিবস (অধিনায়ক), জ্যাক রুডলফ, জন্টি রোডস, লয়েড নরিস জোনস, মার্টিন ভ্যান জার্সভেল্ড, গারনেট ক্রুগার, পল হ্যারিস, রজার টেলিমাচাস, অ্যালবি মরকেল, অ্যান্ড্রু হল, ইয়োহান ভ্যান ডার ওয়াথ, ল্যান্স ক্লুজনার, রায়ান ম্যাকলারেন, মর্নে ভ্যান উইক।
শ্রীলঙ্কা লিজেন্ডস: মুত্তিয়াহ মুরালিধরন (অধিনায়ক), চামারা কাপুগেদেরা, দুলঞ্জানা বিজেসিংহে, মারভান আতাপাত্তু, অজন্তা মেন্ডিস, চামিন্দা ভাস, রঙ্গনা হেরাথ, সচিত্রা সেনানােয়কে, থিরান থুশারা, উপুল চন্দনা, পারভেজ মাহরুফ, মালিন্দা ওয়ার্নাপুরা, তিলকারত্মে দিলশান, রমেশ কালুভিথারানা।