আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নারী ফুটবলে ১০ ক্লাব লাইসেন্স পাবে

নারী ফুটবলে ১০ ক্লাব লাইসেন্স পাবে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২১ , ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : নারী ফুটবল লিগ মাঠে গড়াবে। এজন্য নারী দল নির্ধারণ করছে বাফুফে। তারা বলছে ঘোষণা দিয়েছিল নতুন দলের জন্য। যাদের যোগ্যতা আছে তারা নারী লিগে খেলার সুযোগ পাবেন। যোগ্যতার মাপকাঠি নির্ধারণে কিছু শর্ত দেওয়া হয়েছিল।
বাফুফে কাল জানিয়েছে—১৭টি ক্লাব প্রয়োজনী কাগজপত্র জমা দিয়েছে। জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই করে ১৭ দলের মধ্যে ১০ দলকে অনুমতি দেওয়া হয়েছে। এই ১০ দলকে নারী লিগে খেলার লাইসেন্স দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে পায়নি। এখন অনুমতি দিয়ে দিল। লিগ কবে হবে সেকথা ঘোষণা না করলেও বাফুফে জানিয়েছে—দ্রুতই শুরু হবে। করোনার কারণে নারী লিগ একবার শুরু হয়ে মধ্যখানে বন্ধ হয়ে গিয়েছিল। পরে সেই লিগ শেষ হয়েছিল গত বছরের শেষ দিকে। নতুন বছরের লিগ শুরু করতে উদ্যোগ নিয়েছে বাফুফে। সেটি আজ ঘোষণা করবে সংবাদ সম্মেলনে।