৫ মাসে সর্বনিম্ন মৃত্যু দেখল ব্রিটিশরা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২১ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : সারা বিশ্বের সঙ্গে যুক্তরাজ্যেও শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। এতে কমছে করোনার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত পাঁচ মাসের মধ্যে রোববার (২১ মার্চ) করোনায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড করেছে দেশটি। ওইদিন ব্রিটিশ ভূখণ্ডে মাত্র ৩৩ জন মৃত্যুবরণ করেছে। এর আগে সর্বশেষ গত ৪ অক্টোবর ৩৩ জন মৃত্যুবরণ করেছিল। এ ছাড়া শনিবার (২০ মার্চ) ৯৬ জন এবং শুক্রবার ১০১ জন মানুষের মৃত্যু রেকর্ড করেছিল দেশটি। ইতোমধ্যে এক লাখ ২৬ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে রোববার (২২ মার্চ) নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১২ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৫৮৭ জন, শুক্রবার ছিল ৪ হাজার ৮০২ জন। রোববার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৬ হাজার ৫৮৩ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২২ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৪৬৩ জন।