বাংলাদেশে যাত্রা শুরু করলো ভারতের বিখ্যাত শাড়ির ব্র্যান্ড আদি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২১ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল
দিনের শেষে প্রতিবেদক : মোহিনি মোহন কাঞ্জিলাল। ১৯১৬ সাল থেকে মোহিনি মোহন কাঞ্জিলাল নামে শাড়ি বিক্রি শুরু করে ১৯৯৮ সালে ব্র্যান্ডটি আদি মোহিনি মোহন কাঞ্জিলাল নাম ধারণ করে। বাংলাদেশের ব্যবসায়ী শিবলী মাহমুদ সুমন-এর প্রচেষ্টায় এখন ঢাকায় শুরু হলো শাড়িটির যাত্রা। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল চার-এ চারটি শপের সম্মিলনে শো-রুম চালু করেছে তারা। গত শুক্রবার বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এই শো-রুমটির শুভ উদবোধন করেন। আরো উপস্থিত ছিলেন আদি মোহিনি মোহন কাঞ্জিলালের মালিক আশিষ কাঞ্জিলাল এবং ব্যবস্থাপনা পরিচালক স্বর্ণালি কাঞ্জিলাল।
জানা গেছে গাদোয়াল, বেনারসি, কাঞ্জিভারাম, কাতান, সিল্ক,লেহেংগা, কাথা স্টিচ ইত্যাদি শাড়ি পাওয়া যাবে শো-রুমটিতে। এবং ভারতের সাথে শাড়ির মুল্যের পার্থক্য থাকবে সামান্যই। এর ফলে বাংলাদেশি ক্রেতারা দেশে থেকেই এসব শাড়ি সংগ্রহ করবেন বলে আশা করেন উদ্যোক্তারা।