আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকায় ঢুকছে দূরপাল্লার বাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকায় ঢুকছে দূরপাল্লার বাস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২১ , ১১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :   সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো ঢাকায় প্রবেশ করছে। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কাজলা এলাকায় ও সিলেট, কুমিল্লা ও লাকসাম এলাকার দূরপাল্লার বাস প্রবেশ করতে দেখা গেছে। এর আগে করোনা ঠেকাতে ৫ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউনে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার। তার একদিন পর মঙ্গলবার রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার থেকে ঢাকাসহ দেশের সিটি করপোরেশনগুলোতে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

নতুন এই সিদ্ধান্তে বাইরের গণপরিবহন সিটিতে প্রবেশ করতে পারবে না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। অথচ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো প্রবেশ করছে রাজধানী ঢাকায়। ডিএমপি ট্রাফিকের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল বলছেন, আমরা বিষয়টি তদারকি করছি। নির্দেশ অমান্য করে কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচল করবে। এসময় শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং বের হতেও পারবে না।