মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া যমজকে অনুদান দিলেন জেলা প্রশাসক
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২১ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
মনোহরগঞ্জ(কুমিল্লা) সংবাদদাতা : মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কুমিল্লার মনোহরগঞ্জের অটোরিক্সা চালকের যমজ ২ ছেলে আরিফ ও শরীফকে আর্থিক অনুদান প্রদান করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বুধবার (৭ এপ্রিল) মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা তার কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে তাদের পিতা বিল্লাল হোসেনের হাতে অনুদান হিসেবে নগদ বিশ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন।
সম্মাননা পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আরিফ-শরীফ ও বাবা বিল্লাল হোসেন জেলা প্রশাসকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। ছেলেদের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে তিনি মানণীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরিফ ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ ও শরিফ চট্রগ্রাম সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের বাড়ি উপজেলার হাসনাবাদ ইউপির মানরা গ্রামে। তারা ওই গ্রামের অটোরিক্সাচালক বিল্লাল হোসেনের ছেলে।