যথাসময়েই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২১ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : লকডাউন ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর হবে কি না- এ নিয়ে ছিল প্রশ্ন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন যথাসময়েই অর্থাৎ কাল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। শুধু তাই নয়, আইসিসির এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কা দলেরও যে বাংলাদেশ সফরে আসার কথা, সেই সূচিও বলবৎ রয়েছে। কোনো পরিবর্তন আনা হয়নি এখনও। গতকাল শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সফর নিয়ে সিইও সুজন বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ১২ তারিখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কাতে দুই টেস্ট ম্যাচে অংশগ্রহণের জন্য কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে। আইসিসির এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কাও বাংলাদেশে আসার কথা রয়েছে। আশা করছি মধ্য মে’তে শ্রীলঙ্কা তিনটা ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসবে।’ বিসিবির প্রধান নির্বাহী একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার বাংলাদেশে আসার সময়সূচি ঠিকই থাকবে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে এসে তিনটা ওয়ানডে খেলবে, আমরা হোস্ট করবো। এখন পর্যন্ত মধ্য মে’তে আসার কথা রয়েছে এবং মে’র শেষের দিকে এই তিনটা ম্যাচ আমরা আয়োজন করবো।’
করোনার পরিস্থিতি বাংলাদেশের শ্রীলঙ্কা সফর কিংবা শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের ক্ষেত্রে হুমকি কি না, জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা সবকিছু বিবেচনায় রেখেই প্রোগ্রাম করছি। তারপরও যদি কোনো অসুবিধা হয় আমরা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবো।’ শ্রীলঙ্কায় এবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওপর কোয়ারেন্টিনের বড় কোনো চাপ নেই। এ নিয়ে সিইও বলেন, ‘আমাদের যেটা পরিকল্পনা রয়েছে প্রথম তিনদিন রুম কোয়ারেন্টিন, তারপর অনুশীলন চলবে। এরপর আমাদের খেলোয়াড়দের মাঝেই একটা অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে।’ বাংলাদেশের সম্ভাব্য জিম্বাবুয়ে সফর ও এশিয়া কাপ নিয়েও কথা বলেন বিসিবির সিইও। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এফটিপির এখন পর্যন্ত যে কমিটমেন্টগুলো আছে সব সেভাবেই এখন পর্যন্ত চলছে। জিম্বাবুয়ের সূচি চূড়ান্ত হলে আপনারা পেয়ে যাবেন। এটা সম্ভবত এশিয়া কাপের পরপরই যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সেভাবেই করা আছে।
এশিয়া কাপটা যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিল দেখছে। আমার মনে হয় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ নিয়ে কথা বলার সঠিক সংস্থা। আমরা সদস্য হিসেবে এটা বলতে পারি যে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি যদি এশিয়া কাপের কোনো স্লট নির্ধারিত হয় আমরা সেভাবে অংশগ্রহণ করবো।’
করোনার প্রকোপ বাড়ার কারণে দুই রাউন্ডের খেলা শেষে স্ঞগিত করা হয়েছে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। এ প্রসঙ্গে বিসিবির সিইও বলেন, এনসিএলের বিষয়টা আপনারা জানেন যে আমরা দুইটা রাউন্ড শেষ করেছিলাম তারপর তৃতীয় রাউন্ডের আগে একটা গ্যাপ নিয়েছি। যদি সবকিছু পরিবেশ পরিস্থিতি অনুকূলে হয় তাহলে আবার এনসিএলটা শুরু করবো।