আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আওয়াল আর নেই

চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আওয়াল আর নেই


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২১ , ১:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও চলচ্চিত্র গবেষক সাজেদুল আউয়াল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। করোনা পরবর্তী জটিলতায় বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান তিনি। তার ছেলে ইশরাত শামীম অনন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।অনন্ত বলেন, বাবা হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ১১ মার্চ তার বাবার করোনাভাইরাস তার করোনাভাইরাস শনাক্তের পর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন সাজেদুল আউয়াল। করোনাভাইরাসমুক্ত হয়ে ১৯ মার্চ তিনি বাসায় ফিরেছিলেন বলে জানান তার ছেলে। তার পরিবার থেকে জানানো হয়ছে, শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে ​আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ছিটিকিনিখ্যাত এই নির্মাতা গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে চলচ্চিত্র শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে পাঠদান করেছেন