আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস যে কারণে শ্রীলংকা সফরে যাননি আতাহার আলী

যে কারণে শ্রীলংকা সফরে যাননি আতাহার আলী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২১ , ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলেতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের প্রথমটিতে ব্যাট করছে বাংলাদেশ দল। দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোমিনুল হকের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ ছাড়িয়েছে।
এই সফরে ৫ সদস্যের ধারাভাষ্য প্যানেলে অনুপস্থিত ‘ভয়েস অব বাংলাদেশ’খ্যাত জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কেবল একজন – শামীম আশরাফ চৌধুরী।
ধারাভাষ্যকারদের মধ্যে তিনজনই শ্রীলংকার— রাসেল আরনোল্ড, রোহান আবেসিংহে ও ফারভেজ মাহারুফ। এই সফরে কেন নেই আতাহার আলী? ভক্তদের মাঝে সেই প্রশ্ন জাগতেই পারে। এ বিষয়ে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আতাহার আলী। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাই শ্রীলংকা-বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্য দিতে যেতে পারেননি বাংলাদেশি ধারাভাষ্যকার।
নিজের করোনা আক্রান্তের বিষয়ে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ছোট ছেলের জ্বর এলে তার নমুনা পরীক্ষা করাই। ‘পজিটিভ’ রিপোর্ট আসে। এর পর গত ৯ এপ্রিল গোটা পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করাই। তাতে আমিসহ পরিবারের ৫ সদস্যের মধ্যে ৩ জনের পজিটিভ ফল আসে। নেগেটিভ ২ জনকে আলাদা জায়গায় পাঠানো হয়েছে। আমরা যারা পজিটিভ তারা আলাদা আছি।’