আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ছেলেকে নিয়ে মুম্বাই ছাড়লেন শাহরুখ স্ত্রী

ছেলেকে নিয়ে মুম্বাই ছাড়লেন শাহরুখ স্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২১ , ১:৫৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। এরই মধ্যে প্রথম সারির অনেক তারকা আক্রান্ত হয়েছেন। কেউ কেউ আবার সেরেও উঠেছেন। আবার অনেকে করোনার কারণে মুম্বাই ছেড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। তারপর ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দিয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুরসহ অনেকে। এবার সে তালিকায় যোগ হলো শাহরুখ খানের স্ত্রী ও ছেলের নাম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২১ এপ্রিল) রাতে নিউ ইয়র্ক চলে গেছেন গৌরি ও আরিয়ান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা। শাহরুখ কন্যা সুহানা পড়াশোনা করছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। ফলে বছরের লম্বা সময় তিনি সেখানেই থাকেন।

গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও এখনো মান্নাতে অবস্থান করছেন আব্রাম খান ও শাহরুখ খান। তারা মুম্বাই ছাড়বেন কিনা এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে অনেকেই ধারণা করছেন পরিবারের সঙ্গে নিরাপদে থাকার জন্য মার্কিন মুল্লুকে যেতেও পারেন বলিউড বাদশা।