আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টিকা নিলেন অপু বিশ্বাস

টিকা নিলেন অপু বিশ্বাস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২১ , ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন তিনি। টিকা নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ‘কোটি টাকার কাবিন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, ভ্যাকসিন নেয়ার ইচ্ছে ছিল আগেই। কিন্তু সময় সুযোগের অভাবে নেয়া হয়নি। বৃহস্পতিবার দুপুরে একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করেছি। আমি মনে করি টিকা নেয়ার পাশাপাশি সবার স্বাস্থ্য সচেতন হওয়া উচিত।

অপু বিশ্বাস আরও বলেন, সুস্থ থাকার জন্য অবশ্যই ভ্যাকনিস নেওয়া উচিত। তাই আমি নিয়েছি। তাছাড়া কাজের প্রয়োজনে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হয়। আমার সন্তান আছে। সব কিছু চিন্তা করেই ভ্যাকসিন নিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন সন্তানসহ সুস্থ থাকতে পারি। করোনার কারণে এখন ঘরবন্দি সময় পার করছেন অপু। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমার কাজ শুরু করবেন। তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।