আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন: রক্ত জমাট বেঁধে শ্রীলঙ্কায় ৩ জনের মৃত্যু

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন: রক্ত জমাট বেঁধে শ্রীলঙ্কায় ৩ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২১ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বেঁধে শ্রীলঙ্কায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পার্লামেন্টে বিরোধী দলের একটি প্রশ্নের জবাবে লঙ্কান স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নিয়ারাচ্চি জানান, ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ছয় জনের শরীরে রক্তে জমাট বাঁধার খবর পাওয়া গেছে। লঙ্কান স্বাস্থ্যমন্ত্রী নিজেও একই ভ্যাকসিন নিয়েছেন। পার্লামেন্টে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে জানান, ভ্যাকসিন নেওয়ার কারণে রক্তে জমাট বাঁধেনি।
এই মাসের শুরুতে বলেছিল, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধার ঘটনাটি খুব বিরল। বিশ্বে প্রায় ২০ কোটি মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন। ২৯ জানুয়ারি ভ্যাকসিন প্রয়োগ শুরু করে শ্রীলঙ্কা। ভারতের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ৯ লাখ ২৫ হাজার ডোজ দিয়ে কর্মসূচি শুরু হয়। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিনের চালান গ্রহণের অপেক্ষায় রয়েছে দেশটি। লঙ্কান কর্মকর্তাদের মতে, দ্বিতীয় ডোজের জন্য ৩ লাখ ডোজ ভ্যাকসিন রাখা হয়েছে। মে মাস থেকে এগুলো প্রয়োগ শুরু হবে। মহামারি শুরু হওয়ার পর শ্রীলঙ্কায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ১০৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬২০ জনের।