করোনার ভয়াবহতায় সব জনসভা বাতিল করলেন মমতা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২১ , ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। আট ধাপে এখানে ভোটগ্রহণ হবে, ইতিমধ্যে শেষ হয়েছে ছয়টি ধাপ। বাকি দুই দফার আগে নিজের সব জনসভা বাতিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। ভারতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণেই এ সিদ্ধান্ত এসেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে এ ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে বৃহস্পতিবারই নির্বাচনী সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী দুই দফার ভোটের আগে সকল বড় জনসভা, রোড শো ও মিছিল করা যাবে না। অবশ্য সমাবেশ করতে চাইলে কোনো রাজনৈতিক দল ৫০০ জনের বেশি জমায়েত করতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে।
টুইটে মমতা বলেন, ‘রাজ্য তথা দেশের কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সকল পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছি। আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই জনসংযোগ করব আমরা। আমাদের ভার্চুয়াল সভার কর্মসূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।’