আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘লাস্ট বল’ এ লাভলু-তানহা-হাসান

‘লাস্ট বল’ এ লাভলু-তানহা-হাসান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২১ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   ঈদকে ঘিরে এরইমধ্যে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে নাট্যাঙ্গনে। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছেন নির্মাতা ও কলাকুশলীরা। জানা গেছে, ঢাকার অদূরে মাওনাতে চলছে ৭ পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং। নাটকের নাম ‘লাস্ট বল’। এটি পরিচালনা করছেন আদিবাসী মিজান। এখানে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, আখম হাসান, তানহা তাসনিয়া, শামীমা নাজনীন, জামিল হোসেন প্রমুখ।

এটি ছাড়াও সালাহউদ্দিন লাভলুর সঙ্গে নাম চূড়ান্ত না হওয়া আরো একটি খণ্ড নাটকে অভিনয় করবেন তানহা। এটিও পরিচালনা করবেন আদিবাসী মিজান। তানহা তাসনিয়া বলেন, শুটিং স্পটে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছি। এখানে দুটো নাটকের মধ্যে একটি ৭ পর্বের ধারাবাহিক এবং আরেকটি এক ঘণ্টার। দুটোতে লাভলু ভাই আছেন। উনার সঙ্গে কাজ করাটা বেশ ভালো লাগার। অনেক কিছু শিখতে পারছি। তানহা জানান, এ দুই নাটকের বাইরে ঈদের জন্য আরো কয়েকটি নাটকের শুটিং শুরু করবেন।