আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খালেদা জিয়া নন করোনা ইউনিটে চিকিৎসাধীন

খালেদা জিয়া নন করোনা ইউনিটে চিকিৎসাধীন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২১ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে তিনি এ কথা জানান। জাহিদ হোসেন বলেন, ‘উনার কোনো করোনা উপসর্গ নেই। কিন্তু উনি এখন নন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক চিকিৎসার নিয়মই আছেই দুই সপ্তাহের পরে রোগীর কোনো লক্ষণ না থাকে তাহলে করোনা টেস্ট আর করানোর প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে উনার কাছ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।’

করোনায় আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘গত ১৫ এপ্রিল ম্যাডামের সিটি স্ক্যান করা হয়েছিলো সেখানে আমরা রিপোর্ট দেখে বলেছিলাম, ফুসফুসে উনার ‘মিনিমাম ইনভোলবমেন্ট’ আছে। গতকাল চেস্টে ফের সিটি স্ক্যান করা হয়েছে সেখানে বিন্দুমাত্র ‘ইনভোলবমেন্ট’ ধরা পড়েনি। খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন- এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘বাসায় ফেরার বিষয়ে প্রোডিক্ট করা খুব টাফ। উনার শারীরিক পরীক্ষাগুলো সম্পন্ন হলে বোর্ড রিভিউ করবেন। তারপরে আমরা আশা করতে পারি খুব সহসাই উনার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসকদের একটি টিম চিকিৎসা শুরু করে। বিএনপি চেয়ারপার্সন ছাড়াও গুলশানে ‘ফিরোজা’র বাসায় তার গৃহকর্মীসহ আরো ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গেছেন এবং বাকিরা ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন।