আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তাসকিনের দুর্দান্ত বলে ধসে পড়ছে উজ্জীবিত শ্রীলঙ্কা

তাসকিনের দুর্দান্ত বলে ধসে পড়ছে উজ্জীবিত শ্রীলঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২১ , ৩:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : উজ্জীবিত বাংলাদেশের সামনে ভেঙে পড়তে শুরু করেছে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন-আপ। মধ্যাহ্নবিরতির আগের ঘণ্টায় তিন উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। বিরতির পর আবার পিঠাপিঠি দুই ওভারে ক্রিজে জমে যাওয়া দুই ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ও ফার্নান্ডোকে ফিরিয়েছেন তাসকিন এবং মিরাজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ছয় উইকেটে ৩৮৬ রান। তাসকিন একাই ঝুলিতে পুরেছেন তিনটি উইকেট।
লাঞ্চের পর ইনিংসের ১৩৬তম দুর্দান্ত এক ইনসুইঙ্গারে নিশাঙ্কার স্টাম্প ছত্রভঙ্গ করেন তাসকিন। এই উল্লাসের রেশ মিলিয়ে যাওয়ার আগেই ঠিক পরের ওভারে মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে কিপার লিটনের হাতে ক্যাচ দেন ফার্নান্ডো। ফেরার আগে যথাক্রমে ৩০ ও ৮১ রান করেন নিশাঙ্কা এবং ফার্নান্ডো। এর আগে, আজ দিনের প্রথম সেশনে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ১৪০ রানে লাহিরু থিরিমান্নেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। দুই ওভার পরে ফের আঘাত হানেন তাসকিন। এবারের শিকার সদ্য রানের খাতা খোলা এঞ্জেলো ম্যাথুস। এরপর ইনিংসের ১১২তম ওভারে তাইজুলের বিশাল টার্নে বিভ্রান্ত হয়ে স্লিপে শান্তর হাতে ধরা পড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধনঞ্জয় ডি সিলভা।
এর আগে, প্রথম দিনে দাপটে ছিলো শ্রীলঙ্কা আর হতাশায় বাংলাদেশ। সারাদিনের অর্জন মাত্র একটি উইকেট। ৬৪তম ওভারে অভিষিক্ত শরিফুলের বলে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ফেরেন ব্যক্তিগত ১১৮ রানে।