আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রোজায় এলো অনুরূপ আইচের ৫ ইসলামি গান

রোজায় এলো অনুরূপ আইচের ৫ ইসলামি গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : শুধু ঈদ কেন্দ্রিক নয়, সারা বছর ধরেই ইসলামি গান প্রকাশ করেন দেশের জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ। সেই ধারাবাহিকতায় রমজান মাসে তার লেখা ৫ টি ইসলামি গান প্রকাশ পেয়েছে। বর্তমানে তার আরও কিছু ইসলামি গানের কাজ চলছে। অনুরূপ আইচের লেখা যে ৫টি ইসলামি গান প্রকাশিত হয়েছে তা হলো- এফ এ সুমনের কণ্ঠে ‘আল্লাহ মহান’, তানভীর তারেকের কণ্ঠে ‘ফিরিয়াদ’, স্বপ্নীল রাজের কণ্ঠে ‘ইয়া রাসুলুল্লাহ’, আহমেদ সজীবের কণ্ঠে ‘আল্লাহু আল্লাহ’। এছাড়া ইয়াসিন হোসেন নিরু ও তারিক মৃধার যৌথ গায়কীতে লেজার ভিশন থেকে প্রকাশ পেয়েছে অনুরূপ আইচের ইসলামি গান ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

এ প্রসঙ্গে অনুরূপ বলেন, হুট করে করোনা এত আগ্রাসী না হলে রমজানে আমার লেখা কমপক্ষে ২৫ টি ইসলামি গান প্রকাশ হতো। তবুও আমার যেসব ইসলামি গান প্রকাশ পেয়েছে, তাতে শ্রোতাদের সাড়া পেয়ে আমি মুগ্ধ। ভবিষ্যতে বেঁচে থাকলে কমপক্ষে এক হাজার ইসলামি গান প্রকাশ করে যাওয়ার স্বপ্ন আছে আমার।