আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা দিবসে খন্দকার বাপ্পির ‘আমার মা’

মা দিবসে খন্দকার বাপ্পির ‘আমার মা’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২১ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ঈদ এবং মা দিবস উপলক্ষ করে রিলিজ হতে যাচ্ছে খন্দকার বাপ্পির মা নিয়ে গান ‘আমার মা’। প্রথম বারের মতো গানটির লেখা ও সুরের পাশাপাশি সংগীত পরিচালনা করেন বাপ্পি নিজে। মিক্স মাস্টারিং করেন মোশাররফ আজমী। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে দেশী টায়রোর স্টুডিও তে। গানটি মা দিবসে দেশী টায়রো ব্যানারে রিলিজের পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে প্রিমিয়ার হবে।

গানটি নিয়ে শিল্পী বলেন, প্রতি ঈদে গান রিলিজ করে থাকি। গত বছর ১ যাবৎ গানটি নিয়ে কাজ করছিলাম। অবশেষে গানটি মনের মতো হয়েছে। আমার বিশ্বাস মা নিয়ে গানটি সবার মনে জায়গা করে নিবে। এছাড়াও ঈদ পরবর্তী সময়ে খন্দকার বাপ্পির দুটি নাচের গান আসছে গীতিকবি তারেক আনন্দের লেখা বাপ্পির সুর ও সংগীতে ‘প্রেম ছাড়া কাছে আসা যায়’ ও গীতিকার অনুরূপ আইচ এর লেখা প্রীতমের সুর ও সংগীতে ‘বাপ্পি’ শিরোনামের গান।