আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মুক্তি পেলো সাইফুল বারী ’র কথায় রিংকুর গান ‘মন পাখিটা’

মুক্তি পেলো সাইফুল বারী ’র কথায় রিংকুর গান ‘মন পাখিটা’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২১ , ১০:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : এ সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী। তার লেখা গান কণ্ঠে তুলেছেন সংগীতশিল্পী কাজী শুভ, কিংবন্তী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুসহ অনেকে। এবার তার লেখা গান গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। ‘মন পাখিটা’ শিরোনামের এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর। দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। রম্য গল্পনির্ভর ভিডিওসহ এটি শুক্রবার (৭ মে) উন্মুক্ত করা হয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ ইসমাইল। অমিত করের ভাবনায় নির্মিত এ ভিডিওতে অভিনয় করেছেন হারুন রশিদ, শারমিন রিমু ও হৃদয় রাজ প্রমুখ। ভিডিওর চিত্রায়ণে ছিলেন সাখায়াত হোসেন সাকিব এবং সম্পাদনায় ছিলেন জাকির। মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে ড্রিম মেকারের ব্যানারে।