আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নুসরাতের সঙ্গে আর সম্পর্ক রাখবেন না তার স্বামী

নুসরাতের সঙ্গে আর সম্পর্ক রাখবেন না তার স্বামী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  টালিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সাথে আর সম্পর্ক রাখতে চান না তার স্বামী নিখিল জৈন। খবর আনন্দবাজারের তিনি জানান, নুসরাতের সঙ্গে ভবিষ্যতেও কোনও সম্পর্ক রাখবো না। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে হবে। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না তিনি।

নিখিল আরো বলেন, যেদিন জানলাম, নুসরাত আমার সঙ্গে না থেকে অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই মামলা দায়ের করেছি। আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানি হবে। এদিকে নুসরাতের মা হওয়ার খবর জানাজানি হওয়ার দিনই নিখিল জানান, নুসরাতের সঙ্গে তার গত ৬ মাস কোনও যোগাযোগ নেই। অনাগত সন্তানের বাবা আমি নই।