আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে একসঙ্গে ১৮ গাড়ির সংঘর্ষ, নিহত ১০

যুক্তরাষ্ট্রে একসঙ্গে ১৮ গাড়ির সংঘর্ষ, নিহত ১০


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২১ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝোড়ো হাওয়ার কারণে ১৮টি গাড়ি একসাথে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। যার মধ্যে ৯ জনই শিশু। বিবিসি জানিয়েছে স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে কয়েক ঘণ্টার জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় স্থানীয় বাটলার কাউন্টির করোনার ওয়েন গারলক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয় মাস থেকে ১৭ বছর বয়সী শিশু রয়েছে। রাস্তা ভেজা থাকার ​কারণে গাড়িগুলো সড়কে আটকে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার পরিণতিতে ঘটে এই দুর্ঘটনা।

দুর্ঘটনার পর একজন প্রত্যক্ষদর্শী বাসের চালককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হলেও শেষ পর্যন্ত শিশুগুলোকে রক্ষা করতে পারেননি। অলাভজনক প্রতিষ্ঠানগুলোর দেখভাল করা সংস্থা আলাবামা শেরিফ ইয়ুথ র‌্যাঞ্চেস ফেসবুক পোস্টে লিখেছে, আজ আমরা গভীর শোকাহত। র‌্যাঞ্চ পরিবার আজ বড় এক ক্ষতির মধ্যে পড়েছে। আমাদের একটি গাড়ি দুর্ঘটনায় নয় শিশু মারা গেছে।