আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতীয় দর্শকদের চেঁচামেচিতে বাথরুমে লুকিয়েছিলেন তারকা ক্রিকেটার

ভারতীয় দর্শকদের চেঁচামেচিতে বাথরুমে লুকিয়েছিলেন তারকা ক্রিকেটার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২১ , ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের সাউদাম্পটনে সদ্য শেষ হওয়া সেই ফাইনালের পুরোটা সময় গ্যালারিতে বসে ভারতীয় ক্রিকেটারদের সমর্থন জোগাতে চেঁচামেচি করেন দর্শকরা। বিশেষ করে টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ড যখন জয়ের জন্য ব্যাট করছিল তখন কেন উইলিয়ামসন ও রস টেইলরের মনসংযোগ নষ্ট করতে বেশি চেঁচামেচি করেন ভারতীয় সমর্থকরা। আর ভারতীয় সমর্থকদের সেই চেঁচামেচি থেকে নিজেকে রক্ষা করতে নির্জন জায়গা খুঁজে না পেয়ে শেষমেষ বাথরুমে গিয়ে লুকিয়ে থাকেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন। অথচ তার আগুণঝড়া বোলিংয়েই প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। প্রথম ইনিংসে ৩২ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসনের গতির মুখে পড়ে ১৭০ রানে অলআউট হয়। ১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
ফাইনালে দুই ইনিংসে ৭ উইকেটে শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া কাইল জেমিসন গোল্ড এএমএ কাউন্টি স্পোর্টস ব্রেকফাস্টে বলেন, দর্শক হিসাবে আমার ক্রিকেট কেরিয়ারের সবথেকে কঠিন সময় ছিল সম্ভবত আমাদের রান চেজ করার মুহূর্তটাই। আমরা ড্রেসিংরুমের ভিতরে বসে টিভি দেখছিলাম। সম্প্রচারে একটু হয়ত বিলম্ব হচ্ছিল। তবে দেখতে পাচ্ছিলাম, কীভাবে প্রতিটি বলে বলে ভারতীয় সমর্থকরা দাঁড়িয়ে চেঁচামেচি করছে।
তিনি আরও বলেন, শেষ মুহূর্তে মাঠে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। তাই একদম নিরিবিলি থাকতে বাথরুমে চলে যাই, যেখানে একটুও শব্দ শোনা যাচ্ছিল না। তবে এই চাপ সামলিয়ে মাথা ঠান্ডা রেখে আমাদের সেরা দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেইলর দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন।