আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিদ্যা বালান এবার অস্কারে

বিদ্যা বালান এবার অস্কারে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২১ , ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। এবার তিনি ডাক পেয়েছেন অস্কারের। আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস অস্কারের মনোনয়ন বোর্ডে ৩৯৫ জনকে একবছর মেয়াদে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এ তালিকায় রয়েছে বিদ্যা । অস্কার পুরস্কারের ক্ষেত্রে ভোট দিতে পারবেন তিনি। একইসঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তে মত প্রকাশ করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অস্কারের অফিসিয়াল অ্যাকাউন্টে আজ নতুন সদস্যদের তালিকা শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘আমাদের নতুন সদস্যদের নাম জানানোর পালা! অস্কার কমিটির আমন্ত্রণে বিদ্যা বালন অভিনীত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’ এবং ২০১৭ সালের ছবি ‘তুমহারি সুলু’ এর কথাও বলেছেন। ৪২ বছর বয়সী অভিনেত্রীর এ দুটো কাজকে অস্কার আয়োজকরা স্মরণীয় বলে উল্লেখ করেছেন। বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম দুটি কাজ। এগুলোর কথা উল্লেখ করা হয়েছে।র ‘দ্য ডার্টি পিকচার’ ছবির প্রযোজক শোভা কাপুর ডাক পেয়েছেন অস্কারে। ‘উড়তা পাঞ্জাব তার প্রযোজিত আরেকটি আলোচিত ছবি।

গত কয়েক বছর ধরে অস্কার কমিটিতে বলিউড তারকারা নিয়মিতভাবে আমন্ত্রণ পেয়েছেন। এর আগে ডাক পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেকে।