নেইমারের দাবি ফাইনালে আর্জেন্টিনাকে পেলেও শিরোপা জিতব
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২১ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনালে সবারই চাওয়া ম্যাচটা হোক ব্রাজিল-আর্জেন্টিনার। আর সবার মতো এই স্বপ্ন দেখছেন খোদ নেইমারও! ব্রাজিল তারকা চাইছেন, দ্বিতীয় সেমিফাইনালে জয়টা হোক আর্জেন্টিনার! বুধবার সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। প্রথম সেমিফাইনাল জিতে নেইমার নিজের সমর্থনের কথা বললেও মুচকি হেসে কিন্তু তাতিয়ে দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের, ‘আমি আর্জেন্টিনাকে চাই। কারণ ওদের ওখানে আমার অনেক বন্ধু আছে। তবে তেমনটা হলেও কিন্তু ব্রাজিলই জিতবে।’ কোপার ফাইনালে এর আগেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ২০০৭ সালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে তারা উড়িয়ে দিয়েছিল। পরিসংখ্যানও বলছে, ঘরের মাঠে হলেই কোপার শিরোপা জিতবে ব্রাজিল! সেটি বাস্তবায়নে ব্রাজিল নিজেদের কাজটা ঠিকমতোই করেছে পেরুকে সেমিফাইনালে হারিয়ে। এবার শুধু অপেক্ষা আর্জেন্টিনার। যে দলটি ২৮ বছরে একটিও শিরোপা জেতেনি। তবে ২০১৫, ২০১৬ সালেও কোপার শিরোপা মঞ্চে গিয়ে ব্যর্থ হওয়ায় অতীতের দায় মেটাতে স্বপ্ন দেখছেন তারা। তাদের স্বপ্নের পরিধি আরও বেড়েছে মেসির কল্যাণে। এবারে যে গতিতে তিনি এগিয়ে চলেছেন, তাতে শিরোপা মঞ্চে মেসি-নেইমার দ্বৈরথে ফাইনালটা হয়ে উঠতে পারে রোমাঞ্চকর।