লকডাউনে পেটের দায়ে বের হইছি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলছে। ঘোষিত এই বিধিনিষেধে জরুরি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হলে গ্রেপ্তারও করা হচ্ছে। তবু কিছু মানুষ পেটের দায়ে বের হচ্ছেন। কারণ বাইরে বের না হলে তাদের পরিবারের সদস্যদের অভুক্ত থাকতে হবে। কথা হয় নুরুল ইসলাম নামে এমনই একজনের সঙ্গে। তিনি বলেন, বাদাম বিক্রি করে সংসার চালাই। ঘরে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে আছে। আমার আয়ের উপর পুরো সংসার নির্ভরশীল। বাদাম বিক্রি করে চাল-ডাল নিয়ে গেলেই চুলা জ্বলবে। আর যেদিন বের না হবো সেদিন সবার না খেয়ে থাকতে হবে।
অশ্রুসিক্ত চোখে এসব বলতে বলতে নুরুল ইসলাম আরো বলেন, লকডাউনে পেটের দায়ে বের হইছি। ক্ষুধা না থাকলে বাইর হইতাম না। পুলিশ কিছু বলে কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ দেখলেই দৌড় দেই। প্রতিদিন কত টাকার বাদাম বিক্রি করেন এমন প্রশ্নে নুরুল ইসলাম বলেন, লকডাউনের কারণে কেউ বাইরে আসে না। এ কারণে প্রতিদিন ৫০০-৬০০ টাকার বাদাম বেচি। কিন্তু লকডাউন না থাকলে আরো বেশি বেচতে পারতাম।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছিল সরকার। তবে সংক্রমণের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।