আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ১২ হাসপাতালে আইসিইউ ফাঁকা ১০

১২ হাসপাতালে আইসিইউ ফাঁকা ১০


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ১:১০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  শুধুমাত্র করোনা রোগীদের জন্য পৃথক একটি হাসপাতাল ছাড়া রাজধানীর সব সরকারি হাসপাতালে গুরুতর রোগীদের চিকিৎসা দিতে আইসিইউর সংকট দেখা দিয়েছে। এমন ১২টি হাসপাতালে ১৭৫টি আইসিইউ শয্যার মধ্যে বর্তমানে মাত্র ১০টি ফাঁকা আছে, অর্থাৎ ৯৫ শতাংশ আইসিইউ শয্যায় রোগী ভর্তি রয়েছে। ৮টি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা খালি নেই। বাকী চারটি হাসপাতালে সেসব শয্যা খালি আছে, সেগুলো প্রতিনিয়ত পূর্ণ হয়ে যাচ্ছে। ফলে সরকারি হাসপাতালগুলোতে ‘ঠাই নেই ঠাই নেই’ পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ২০টি আইসিইউ শয্যার ব্যবস্থা রয়েছে। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালটিতে আইসিইউ সংকট চলছে। এখানে কোনো আইসিইউ শয্যা ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকে সিরিয়াল দেয়া রোগীতে সেটি পূর্ণ হয়ে যাচ্ছে। অনেকে আইসিইউ’র জন্য অপেক্ষা করতে করতে মারা যাচ্ছেন বলে জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) আইসিইউ’র চাহিদা রয়েছে। সোমবার বিএসএমএমইউ’র ২০টি আইসিইউ শয্যার কোনো আইসিইউ শয্যা ফাঁকা ছিলো না। তবে মঙ্গলবার বিএসএমএমইউতে ২টি আইসিইউ শয্যা ফাঁকা হয়। তবে কোনো আইসিইউ শয্যা ফাঁকা হওয়ার পর বেশিক্ষণ খালি থাকে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের ২৬টি আইসিইউ’র মধ্যে একটিও ফাঁকা নেই। একই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও। হাসপাতালটির ১০টি আইসিইউ শয্যার সবগুলোতে রোগী ভর্তি রয়েছে। এদিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই। ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালেও কোনো আইসিইউ শয্যা ফাঁকা নেই। এখানে ৬টি আইসিইউ শয্যা রয়েছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ শয্যার সংকট রয়েছে। এখানে ২৪টি আইসিইউ শয্যার কোনোটি ফাঁকা নেই। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই। রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৫টি আইসিইউ শয্যার মাত্র ২টি ফাঁকা আছে। একই অবস্থা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালেও। এখানে ১০টি আইসিইউ শয্যার মাত্র ২টি ফাঁকা আছে। শ্যামলী টিবি হাসপাতালের ৮টি আইসিইউ শয্যার ৩টি ফাঁকা আছে। জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে ১০ আইসিইউ শয্যার মধ্যে ৩টি খালি আছে।

রাজধানীর সব সরকারি হাসপাতালে রোগীর চাপ থাকলেও এখনো প্রভাব পড়েনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালে। এখানে ৫০০টি সাধারণ শয্যার ৪৭৮টিই ফাঁকা আছে। অন্যদিকে ২১২টি আইসিইউ শয্যার ৭৫টি খালি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (৭ জুলাই, দুপুর ১২টা পর্যন্ত) তথ্যানুযায়ী, রাজধানীর ১৬টি সরকারি হাসপাতালের ১৩টিতে আইসিইউ শয্যা রয়েছে। এসব হাসপাতালে ৩৮৭টি শয্যার মধ্যে এখন ৮৫টি ফাঁকা আছে। অন্যদিকে, ২৭টি বেসরকারি হাসপাতালে ৪৫২টি আইসিইউ শয্যার ১৩৭টি ফাঁকা আছে। সব মিলিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালের ৮৩৯টি আইসিইউ’র বিপরীতে এখন ২২২টি সিট খালি আছে।