আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জানুয়ারিতে বিয়ে, জুলাইয়ে বাবা হলেন হাবিব ওয়াহিদ

জানুয়ারিতে বিয়ে, জুলাইয়ে বাবা হলেন হাবিব ওয়াহিদ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২১ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ চলতি বছরের ১২ জানুয়ারি হঠাৎ করেই তার তৃতীয় বিয়ের খবর জানান। পাত্রীর নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। রাজধানীর ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে পড়েন শিফা। বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন খবর দিলেন এই দম্পতি। বিয়ের ৭ মাসেই জানালেন বাবা হয়েছেন হাবিব। এমন তথ্য নিশ্চিত করেন হাবিবের বাবা পপতারকা ফেরদৌস ওয়াহিদ।

জানা গেছে, ৭ জুলাই সকালে রাজধানীর একটি হাসপাতালে এই দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান। হাবিব তার ছেলের নাম ‌রেখেছেন আয়াত ওয়াহিদ। আর খবরটির সত্যতা নিশ্চিত করেছে হাবিব ওয়াহিদের পরিবার।

উল্লেখ্য, হাবিব ২০০৩ সালে ভালোবেসে বিয়ে করেন লুবায়নাকে। সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। সে সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে।