‘দেশের বাইরে টেস্ট জয় গর্বের বিষয়’
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২১ , ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের একমাত্র টেস্টে ২২০ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। বিদেশের মাঠে টেস্ট জয় নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, ম্যাচ জয় সব সময়ই আনন্দের বিষয়। তবে দেশের বাইরে দাপট দেখিয়ে টেস্ট জয় সবসময়ই আমাদের জন্য গর্বের বিষয়।
দলের জয়ে অবদান রাখা ক্রিকেটারদের প্রশংসা করে অধিনায়ক বলেন, দলের জয়ে জুনিয়ররা যখন অবদান রাখেন, তখন সত্যিই ভালো লাগে। আমরা যখন সমস্যায় পড়েছিলাম তখন মাহমুদউল্লাহ রিয়াদ ভাই খুবই দায়িত্বশীল ব্যাটিং করেছেন। লিটন এবং তাসকিনকে সঙ্গে নিয়ে সপ্তম ও নবম উইকেটে ১৩৮ ও ১৯১ রানের জুটি গড়ে দলকে ৪৬৮ রানে পৌঁছে দিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরি প্রসঙ্গে মুমিনুল বলেন, দ্বিতীয় ইনিংসে সাদমান ও শান্ত ভালো ব্যাটিং করেছে। বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ দুর্দান্ত পারফরম্যান্স করেছে। বিশেষ করে মিরাজ দুই ইনিংসে একাই নয় উইকেট শিকার করেছে।