এই ঈদেও থাকছেন ফারজানা চুমকি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২১ , ১:৫৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক : আসন্ন ঈদকে ঘিরে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন দর্শকনন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি। দুটি নাটকের একটি দীপু হাজরার পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মোঘল ফ্যামেলি’ এবং অন্যটি নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি একক নাটক। সাত পর্বের ধারাবাহিকটিতে তার সঙ্গে আরো আছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আরফান আহমেদ। একক নাটকে চুমকির সঙ্গে আছেন মাজনুন মিজান ও সাবিলা নূর।
চুমকি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ টু’ ও মুরাদ পারভেজের পরিচালনায় ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। ‘স্মৃতির আল্পনা আঁকি’ এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। এছাড়া চুমকি তানভীর হোসেন প্রবালের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, এই মুহূর্তে অভিনয় করার জন্য নিয়মিত বেশ কিছু স্ক্রিপ্ট আসছে আমার কাছে। স্ক্রিপ্ট ভাল লাগলে এবং সর্বোপরি আমার চরিত্রটি যদি ভাল লাগে আমি কাজ করার চেষ্টা করছি। যদিও করোনার এই ক্রান্তিকালে ভয় তো কাজ করেই মনের ভেতর। কারণ আমার দুই ছেলে রয়েছে। তাদের দিকটাও ভাবতে হয়। এরই মধ্যে দীপু হাজরা, নেয়ামুলের কাজ করেছি। খুব চমৎকার গল্পের নাটক। শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের নির্দেশনায় এর আগে বিজ্ঞাপনে কাজ করেছি। নাটকে এবারই প্রথম কাজ করছি। তারিক ভাই এত নিখুঁতভাবে চরিত্রানুযায়ী অভিনয় বের করে নিয়ে আসেন যে, সত্যি তার নির্দেশনায় মুগ্ধ হয়েছি। তার প্রতি আমার শ্রদ্ধা অনেক অনেক বেড়ে গেল। ‘গুলশান এভিনিউ টু’ প্রচারের অপেক্ষায় আমি।
এদিকে চুমকি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পাপ পুণ্য’ গেলো বছরই মুক্তি পাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। চলতি বছরেও সিনেমাটি মুক্তি পাবে কিনা তার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ‘পাপ পুণ্য’তে নিজের চরিত্রে অভিনয় করে ভীষণ মুগ্ধ তিনি।