রান তাড়া করা নিয়ে আলাদা ভাবনা ছিল না সাকিবের
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : ৭৫ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে অথৈ সাগরে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাকে সঙ্গে নিয়ে সাকিব ৫৫ রানের জুটি গড়েই হাল ধরেন ম্যাচের। তাতেও জয় থেকে বেশ দূরেই ছিল সফরকারীরা। এরপর আফিফকে সঙ্গে নিয়ে আস্তে-ধীরে এগুতে থাকেন সাকিব। শেষ পর্যন্ত আফিফের সঙ্গে ২৮ এবং সাইফউদ্দিনের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচের পর সাকিব জানালেন, এই সময়টাতে রান তাড়ার বিষয়টি নিয়ে আলাদা করে ভাবেননি তিনি! তবে বিশ্বাস ছিল, এই রান তাড়া করা খুবই সম্ভব।
ম্যাচের পর তিনজনের সঙ্গে জুটি গড়া নিয়ে সাকিব বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় একটা কথাই বলেছিলাম- আমরা ব্যাটসম্যানরা ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করলে দেখতে পারবো কোথায় আছি। এরপর ১৫-২০ বা ৩০ রান ২-৩ ওভারেও করা সম্ভব এখনকার ওয়ানডে ক্রিকেটে। সবসময় টার্গেট ছিল খেলা যতটা ক্লোজ করতে পারি, তারপর জয়ের ব্যাপারে দেখবো। কখনোও এটা ভাবিনি আমাদের ৬০-৭০ রান লাগবে এবং সেটা দ্রুত তাড়া করতে হবে। সবসময় জানতাম, এখনকার ওয়ানডে ক্রিকেটে এই পরিস্থিতি থেকে রানটি তাড়া করা খুবই সম্ভব।’
এদিকে কঠিন পরিস্থিতে সাকিবকে দারুণ সঙ্গ দিয়েছেন সাইফউদ্দিন। ২৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাইফউদ্দিনের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘আজকের (রবিবার) উইকেট একটু ভিন্ন ছিল। বল ব্যাটে আসছিল না, তাই রান করার জন্য শট খেলতে হতো। সেই জায়গায় অনেক মানিয়ে নিতে হয়েছে। নিয়মিত উইকেট পড়ায় তেমন কিছু করতেও পারতাম না। সাইফউদ্দিন যেভাবে খেলাটা শেষ করেছে তাতে ওকে কৃতিত্ব দিতেই হবে।।’