আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফকির আলমগীরের প্রয়াণে জাতীয় কবিতা পরিষদের শোক

ফকির আলমগীরের প্রয়াণে জাতীয় কবিতা পরিষদের শোক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২১ , ১২:৩১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক, বিশিষ্ট সংগীতশিল্পী ফকির আলমগীরের মহাপ্রয়াণে জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত গভীর শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শিল্পী ফকির আলমগীর প্রথম জাতীয় কবিতা উৎসবের উৎসব সংগীতসহ সর্বাধিক উৎসব সংগীতের সুর সংযোজনা ও সংগীত পরিচালনা করেছেন। কেন্দ্রীয় শহিদ মিনারে শিল্পীর মরদেহে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কবি ফয়জুল আলম পাপপু, কবি হানিফ খানসহ কবিতা পরিষদের সদস্যবৃন্দ।
শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলমগীর মারা যান।