যন্ত্রপাতি আনতে এলসি খুলেছে আরএন স্পিনিং
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক : অগ্নিকাণ্ডের পর পুনরায় উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রি-ইঞ্জিনিয়ার্ড স্টিল বিল্ডিং ফ্যাক্টরি শেড এবং আংশিক মূলধনি যন্ত্রপাতির জন্য ইতোমধ্যে এলসি খুলেছে আরএন স্পিনিং মিলস লিমিটেড। আর বাকি যন্ত্রপাতির জন্য এলসি খোলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।
২০১৯ সালের এপ্রিল মাসে কুমিল্লার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত আরএন স্পিনিং মিলস লিমিটেডের সুতার কারখানায় অগ্নিকাণ্ডের পর উৎপাদন বন্ধ হয়।
যদিও ইপিজেডের কারখানার যন্ত্রাংশের ওপর ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে আরএন স্পিনিং মিলস লিমিটেডের ২৩২ কোটি টাকার বিমা করা ছিল। আর কোম্পানিটির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করার উদ্দেশ্যে নতুন যন্ত্রপাতি আনতে এলসি খুলেছে কোম্পানিটি।